প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২১ , ১১:৪৬:১৩ প্রিন্ট সংস্করণ
মুজিব বর্ষ, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিজয় উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর ২০২১ ইং) সন্ধ্যায় পাবনার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, ফকির শাহাবুদ্দিন, মহুয়া মুন ও মিস্ সাথী।