• রাজনীতি

    সুজানগরে বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ৭:৩৪:৩২ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাশেম প্লাজার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন,

    উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা।এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা মজিবুর রহমান খান, আব্দুল বাতেন, রহুল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইকরাম হোসেন মধু বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ, নবী , জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ পক্কি,কেরামত আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলম মন্ডল,এন এ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খান প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ