• Uncategorized

    সুজানগরে বিএনপি নেতা আনসার মাস্টার ও বিপ্লব এর কবর জিয়ারত করলেন- সাজ্জাদ

      প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২০ , ৪:৩১:০৮ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান,পাবনা:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা আনসার আলী মাস্টার ও তার ছেলে বিপ্লব এর কবর জিয়ারত করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ। সোমবার বিকেলে উপজেলা হাটখালী ইউনিয়নের নুর উদ্দিন পুর গ্রামের দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন।

    উল্লেখ্য উপজেলা বিএনপির সদস্য আনসার আলী মাস্টার কে নামাজ রত অবস্থায় নৃশংসভাবে  কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা। আনসার মাস্টারের ছেলে হাটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বিপ্লব তার পিতার নৃশংসভাবে হত্যার বিচার না পেয়ে ২০১৭ সালে স্ট্রোক করে মারা যায়। তারপর থেকেই তাদের পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়ে। দীর্ঘদিন পরে পাবনা-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম সাজ্জাদ তাদের কবর জিয়ারত করে, পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, প্রচার সম্পাদক আব্দুল বাতেন কমিশনার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাসুম হায়দার, সাবেক দপ্তর সম্পাদক খাজা মহিদুল, বিএনপি নেতা মজিবর রহমান খান, রহুল আমিন, কামাল হোসেন,নায়েব আলী,লালু মেম্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, যুগ্ন আহ্বায়ক কেরামত আলী, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, যুবনেতা আনোয়ার হোসেন, সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, আলীম, ছাত্রনেতা আলম মন্ডল, কাউছার শেখ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ