• কৃষি

    সুজানগরে বারি সরিষা প্রদর্শনীর মাঠ দিবস

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ১১:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধি:

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,২০২২-২৩ অর্থবছরের রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত বারি সরিষা -১৪ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া বাজারের ঢাকা – পাবনা হাইওয়ে সড়ক সংলগ্ন মাঠে বারি সরিষা -১৪ প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ