এম মনিরুজ্জামান-পাবনা:
সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৪ বছর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, সুজানগর উপজেলা শাখার আয়োজনে, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে। শুক্রবার সকালে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, সুবোধ কুমার নটো, সাইদুর রহমান সাইদ,রাজা হাসান, ইউনুছ আলী বাদশা, সরদার আব্দুর রউফ,মানিক, রায়হান, রবিউল হক টুটুল, কুতুব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক সরদার রহুল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.