এম মনিরুজ্জামান, পাবনা:
সুজানগরে বখাটের হামলায় এক স্কুল ছাত্রী আহতর ঘটনায় বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, সাতবাড়িয়া ডিগ্রী কলেজ সড়কে বখাটে ফাহাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আহত রাবেয়া বর্শী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।বুধবার বিকেলে রাবেয়া বর্শী নামে এক স্কুলছাত্রীকে স্থানীয় এক বখাটের হামলায় গুরুতর আহত হয়। স্কুলছাত্রী রাবেয়া বর্শী উপজেলার কাচুরী গ্রামের সাবেক ইউপি সদস্য আনসার আলী শেখের মেয়ে ও সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
জানা যায় ঐ দিন বিকেলে রাবেয়া বর্শী স্কুল শেষে বাড়ি ফেরার পথে শিকদার পাড়ার ফারুক হোসেন মোল্লা ও সাতবাড়ীয়া ইউপি সদস্য শাপলা খাতুনের বখাটে ছেলে ফাহাদ হোসেন তাকে উত্যক্ত করে। এ সময় রাবেয়া বর্শী প্রতিবাদ করলে বখাটে ফাহাদ প্রকাশ্যে রাস্তার উপর তাকে মারপিট করে। এই ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান জানান, বখাটে ফাহাদকে গ্রেফতারে পুলিশ অভিযান চলছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.