প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ১০:০৩:১৬ প্রিন্ট সংস্করণ
মেহেদী মাসুদ-পাবনা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -২ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহমেদ ফিরোজ কবির এমপির পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়ন পত্র দাখিলের পূর্বে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ মাঠের পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন, পাবনা – ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। পথসভা শেষে বিশাল মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।মনোনয়ন পত্র দাখিল করেন প্রস্তাবকারী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও আইনজীবী এডভোকেট শাজাহান আলী খান, উপজেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ।