• আইন ও আদালত

    সুজানগরে প্রেমের সম্পর্কের সূত্রে দুই পরিবারের সংঘর্ষে আহত ৩জন

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২১ , ১০:২২:১১ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    প্রেম নিয়ে দুই পরিবারের মাঝে সংঘর্ষ, গুলি’তে আহত মোল্লা পরি’বারের ৩ জন।।তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ তৈরি হয় দুই পরিবারের মাঝে।,এর মাঝে তরুণীর চাচাতো ভাই লোক’জন নিয়ে হামলা চালান তরুণের বাড়িতে। শুরু হয় সংঘর্ষ, চলে কয়েক রাউন্ড গুলিও। এতে গুলি’বিদ্ধ হয়ে আহত হয় ৩জন।”পাবনার সুজানগর উপজেলার বারো’ভাগিয়া গ্রামে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।,

    গুলিবিদ্ধ হওয়া তিন’জন হলেন আজাহার মোল্লা (৬৩), আজগর মোল্লা (৪৪) ও খায়রুল মোল্লা (৩২), রাতেই তাদের পাবনা জেনারেল হাস’পাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বারোভাগিয়া গ্রামে দুটি পরিবারের মধ্যে কয়েক’দিন ধরেই বিরোধ চলে আসছে। এক পরিবারের তরুণ আরেক পরিবারের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ায়।
    বিষয়টি নিয়ে উভয় পরি’বারের মধ্যে বিরোধ দেখা দেয়।

    পরে বিরোধের জের ধরে বৃহস্পতিবার তরুণীর চাচাতো ভাই তার লোকজন নিয়ে তরুণের বাড়িতে হামলা চালান।,এক পর্যায়ে উভয়’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয় লোক’জন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।,সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে অতি’রিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি। মামলা হলে প্রয়ো’জনীয় আইনা’নুগ ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।দ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ