প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২২ , ১০:৪৪:২৬ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান, পাবনা:
বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার চাটমোহর পৌরসভার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পাবনা জেলা কমিটির সভাপতি চাটমোহর পৌরসভার আবুল কালাম আজাদ দুলাল ও সুজানগর পৌরসভার কর আদায়কারী বাবুল হোসেন সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এ উপলক্ষে রোববার দুপুরে পাবনার সুজানগর পৌরসভার হল রুমে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌরসভার সচিব গোলাম নবী, সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, লাইসেন্স ইন্সপেক্টর সুব্রত কুন্ডু, পৌর কাউন্সিলর আব্দুর রহিম, জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌরসভার প্রধান সহকারী ও সুজানগর শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা। এ সময় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।