প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৩:৫৯:১৭ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান+পাবনা :
সুজানগরে পুলিশ প্রশাসনের আয়োজনে, যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল সুজানগর সার্কেল অফিস ও থানা ভবন আলোকসজ্জা এবং বিভিন্ন ধরনের পতাকা দিয়ে সৌন্দর্য্য বর্ধন, বঙ্গবন্ধুর ম্যুরালে ও সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজে অংশগ্রহণ এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা স্মরণে নির্মিত স্মৃতিস্মম্ভে পূষ্পার্ঘ অর্পণ করেন, আহমেদ ফিরোজ কবির এমপি, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাননান সহ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ।