প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২২ , ৩:৩৯:৩৬ প্রিন্ট সংস্করণ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের প্রতিটি থানায় হতদরিদ্র পরিবারের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায়, বাংলাদেশ পুলিশ সুজানগর থানার বাস্তবায়নে, গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে পাবনার সুজানগর উপজেলার মানিক হাট ইউনিয়নে গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাসুদ আলম। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও এস আই মাসুম বিল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সামসুল আলম।এ সময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী প্রামানিক,এম এ মান্নান খান,এস আই মাহমুদুল হক, রাশেদুল,বেলাল হোসেন সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।