• রাজশাহী বিভাগ

    সুজানগরে পাবলিক লাইব্রেরির ভার্চুয়াল উদ্বোধন করেন-জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২৪ , ৪:০৯:৪৭ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    উপজেলা প্রশাসনের আয়োজনে, সুজানগরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা চত্বরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়। পাবলিক লাইব্রেরি ভার্চুয়াল উদ্বোধন করেন, পাবনার জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,সাংবাদিক রিপন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    পাবলিক লাইব্রেরি প্রতি রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।( সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে) জনসাধারণের জন্য লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা, রবীন্দ্র সমগ্র, নজরুল সমগ্র, সমসাময়িক বিখ্যাত লেখক এবং দেশি বিদেশি বিখ্যাত বই সহ ৩০০ এর অধিক বই রয়েছে। মোট ৪ টি জাতীয় বাংলা দৈনিক পত্রিকা ও ৪ টি জাতীয় ইংরেজি পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে।
    লাইব্রেরিতে বসে বই বা পত্রিকা পড়তে কোন টাকা লাগবে না।
    তবে বই সংগ্রহ করে বাসায় নিতে হলে সদস্য হতে হবে।
    আজীবন সদস্য হতে ৫০০ টাকা বাৎসরিক সদস্য হতে ১০০ টাকা লাগবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ