প্রতিনিধি ২২ মে ২০২৩ , ১০:০৫:০৭ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
“ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান ই যথেষ্ট” প্রতিপাদ্যকে সামনে রেখে, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে,পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যদের সমন্বয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, ঢাকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ আলী জুলকাওছার, পাবনা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এরশাদ আহমেদ নোমানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য দেন, মেডিকেল অফিসার এমসিএইচ -এফপি ডাঃ দিল আফরোজ। পরিচালনা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল রহিম।