প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২১ , ৯:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ
সুজানগরে নিরাপত্তা বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত খাদ্য নিরাপত্তা বিষয়ক শীর্ষ সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে খাদ্য নিরাপত্তা বিষয়ক শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্য দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম সামসুল আলম, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা প্রমুখ।