• কৃষি

    সুজানগরে নাবী পাটবীজ উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ১০:৩৬:৩৪ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা :

    “সোনালী আঁশের সোনার দেশ মুজিব বর্ষের বাংলাদেশ, বাংলা পাট বিশ্ব মাত” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে, সুজানগর উপজেলায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে নাবী পাটবীজ উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ওসমান আলী শেখ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা পাট চাষী সমিতির সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল।এ সময় আরো বক্তব্য দেন, পাবনা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন অফিসার মামুনুর রশিদ, মূখ্য পরির্দশক হাজজাজুর রশিদ,উপ পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পাট উন্নয়ন অফিসার ইসরাফিল হোসেন প্রমুখ। প্রশিক্ষণে ৫০ জন পাটচাষী অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ