প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ৭:৪৫:১২ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
“রুখবো দুর্নীতি,গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন, সুজানগর বাজার বণিক সমিতির যুগ্ন আহবায়ক শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা কানিজ ফাতেমা, দুর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ আলীম রিপনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন,
সরকারি জহুরুল কামাল ডিগ্রী কলেজের অধ্যাপক ছন্দা সরকার, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,মথুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান জর্জ, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এদের মধ্যে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।