প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৫:০০:৫২ প্রিন্ট সংস্করণ
শিহাব আহম্মেদ-পাবনা প্রতিনিধি:
সুজানগর থানার ধারাবাহিক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতারমাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ০৯/১০/২০২২ তারিখ সুজানগর থানাধীন বদনপুর দোপপাড়া মোঃ হেলাল মোল্লা এবং মোঃ দুলু মোল্লা উভয় পিতা-মৃত জিন্দার মোল্লা এর বসত বাড়ীর উঠানে ২২.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে ২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী হলোঃ
১. মোঃ হেলাল মোল্লা(৪২) পিতা-মৃত জিন্দার মোল্লা।
২. মোঃ দুলু মোল্লা(৩৮), পিতা-মৃত জিন্দার মোল্লা ,উভয় সাং বদনপুর দোপপাড়া , থানা- সুজানগর, জেলা –পাবনা।