• রাজশাহী বিভাগ

    সুজানগরে দুই দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের সমাপনী

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২১ , ৭:৫১:১০ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১-২২ আর্থিক সালে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের ছোট মাছ দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের সমাপনী করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে দুই দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের সমাপনী করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী নুর কাজমীর জামান খানের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী খোকন বিশ্বাস, সাংবাদিক তৌফিক হাসান ও এম মনিরুজ্জামান প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ