• রাজশাহী বিভাগ

    সুজানগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

      প্রতিনিধি ২৪ মে ২০২২ , ১১:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    এ সময় আরো বক্তব্য দেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, শিক্ষা অফিসার আব্দুল জব্বার, সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, মহিলা বিষয়ক অফিসার আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আবুল হোসেন, তৌফিকুল আলম পিযুস, ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, সাংবাদিক তৌফিক হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ