• রাজশাহী বিভাগ

    সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট, গার্ল গাইডস সহ বিভিন্ন পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত, মোহাম্মদীয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ মাহাতাব উদ্দিন, মথুরা পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ ও দূর্গা পুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কদিম মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাতাব উদ্দিন, দূর্গা পুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ গোলাম মোস্তফা। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামিলুর রহমান লিটন, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার আল আসাদ,উলাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মতিউর রহমান ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মনিরা পারভিন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ