• রাজশাহী বিভাগ

    সুজানগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৩৪:১০ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান।

    এ সময় আরো বক্তব্য দেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল রহিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, মেডিকেল অফিসার ডাঃ কাউসার, উপজেলা আনসার কমান্ডার ইমরান হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ। আগামীকাল সোমবার সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ৬ থেকে ১১ মাস শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ অভাবে জেরোফথ্যালমিয়া (রাত কানা ও বিটটস স্পট) হাম, দীর্ঘমেয়াদি ডায়রিয়া ও মারাত্মক অপুষ্টিতে ভুগতে পারেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ