প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৩:০৪:০৪ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা :
“ছাত্র, শিক্ষক, কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর দমন অভিযানের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, জাতীয় ইঁদুর দমন অভিযানের বর্ণাঢ্য র্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে, কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পাবনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।এ সময় আরো বক্তব্যে রাখেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারুক হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান, উপ সহকারী উদ্ভিদ সম্প্রসারণ অফিসার আলমগীর হোসেন ও সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছাত্র, শিক্ষক ও কৃষকরা উপস্থিত ছিলেন।