প্রতিনিধি ২৯ মার্চ ২০২২ , ৮:১০:১৩ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান, পাবনা:
সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন ও ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাজুর মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে, বিক্ষোভ মিছিল টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেট সংলগ্ন সড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন হাসান সম্রাট, শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাব্বির হাসান শাওন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাতুল, তানভীর হাসান, ছাত্রনেতা নাছিম,অভি, শাওন, উজ্জ্বল, ইমন,রুমন প্রমুখ। বক্তরা অবিলম্বে নয়ন ও রাজুর মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এসে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ কারী ছাত্র ছাত্রীদের সড়ক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।