প্রতিনিধি ১৫ মার্চ ২০২২ , ১২:৫৬:২১ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান, পাবনাঃ
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, পাবনার সুজানগরে কৃষি প্রযুক্তি মেলার বর্ণাঢ্য র্যালি টি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। কৃষি প্রযুক্তি মেলার র্যালি উপস্থিত ছিলেন।
পাবনা —২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ রাফিউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ। এছাড়াও র্যালি কৃষক, নার্সারি মালিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।