প্রতিনিধি ৫ জুলাই ২০২২ , ৫:৩৮:৫৪ প্রিন্ট সংস্করণ
“স্বাস্থ্য বিধি মেনে হাটে চলাচল করুন,জাল টাকা লেনদেন করবেন না, এখানে জাল টাকা সনাক্ত করা হয়” পুলিশ কন্ট্রোল রুম থেকে এভাবেই মাইকিংয়ের মাধ্যমে কুরবানীর পশুর হাটে আগতদের সতর্ক করা হচ্ছে। মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলার রাইপুর পশুর হাটে পুলিশ কন্ট্রোল রুম করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে সুজানগর থানা পুলিশ। রাইপুর কুরবানী পশুর হাট পরির্দশন করেন ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন, সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান।এ সময় উপস্থিত ছিলেন,এস আই রাশেদুল ইসলাম,এস আই তহিদ সহ অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ।