এম মনিরুজ্জামান-পাবনা:
জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি,রোগ নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে,কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিবের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদের সঞ্চালনায় কালাজ্বর নির্মূল করণে বক্তব্য উপস্থাপন করেন।
রিজিওনাল কোঅর্ডিনেটর এসেন্ড ডাঃ মীর মাহবুব সাদিক, কালাজ্বর নির্মূল কর্মসূচির এন্টোমেলজিকাল সার্ভিলেন্স এক্সপার্ট মোনালিসা মিম, মেডিকেল অফিসার ডাঃ বাবুল আহমেদ,ডাঃ শফিউল কাউসার,ডাঃ ফজিয়া আক্তার জাহান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল রহিম, শিক্ষা অফিসার আব্দুল জব্বার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, তথ্য কর্মকর্তা আসমানী খাতুন, আনসারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ইমাম রফিকুল ইসলাম, সাংবাদিক তৌফিক হাসান,এম মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.