• আইন ও আদালত

    সুজানগরে কমিনিউটি পুলিশিং ডে’র শোভাযাত্রা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৬:৩১:২৩ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান,পাবনা:

    “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগর থানার আয়োজনে, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর থানার আয়োজনে, বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে থানা চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এর সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর তহিদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব আব্দুল বাছেত বাচ্চু।এ সময় থানার ইন্সপেক্টর তদন্ত মুক্ত রায় চৌধুরী পিপিএম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ, পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, মোসফিকুর রহমান সাচ্চু, জাকির হোসেন সহ রাজনৈতিক,সাংবাদিক,গ্রাম পুলিশ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ