প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২০ , ৯:৩৩:২৯ প্রিন্ট সংস্করণ
মনিরুজ্জামান,পাবনা:
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এসময় আরো বক্তব্য দেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ হেল বাকি, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন।