• রাজশাহী বিভাগ

    সুজানগরে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম কে বিদায় সংবর্ধনা

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ১০:৫২:২০ প্রিন্ট সংস্করণ

    মেহেদী মাসুদ,পাবনা:

    সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম কে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে, উপজেলা অডিটরিয়ামে রোববার সন্ধ্যায় এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম,

    পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, থানার অফিসার ইনার্জ(তদন্ত) জিন্নাত সরকার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সাত্তার, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান ও

    দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ ।সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, ইউএনও মো.তরিকুল ইসলাম সুজানগর উপজেলায় বিগত প্রায় ১ বছর ২ মাস সময়কালে সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। তিনি শুধু জনপ্রতিনিধি নন, সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি।বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন,আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি এই উপজেলার মানুষের ভালবাসা। সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক।

    ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন ,সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।অনুষ্ঠানের শেষাংশে উপজেলা পরিষদ,উপজেলা অফিসার্স ক্লাব,সুজানগর প্রেসক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামকে বিদায় জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ