প্রতিনিধি ২০ মার্চ ২০২৪ , ৫:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
সুজানগর পৌরসভার আয়োজনে, পৌরসভাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন দের সাথে পৌরসভার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর পৌরসভা চত্বরে ইমাম ও মুয়াজ্জিন দের সাথে পৌরসভার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী’র সঞ্চালনায় আরো বক্তব্য দেন,
পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরনবী সরকার, বাজার মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান,মডেল মসজিদের ইমাম মাওলানা আরিফ বিল্লাহ,উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা। এছাড়াও পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন,মুশফিকুর রহমান সাচ্চু, জাকির হোসেন, মানিক, আব্দুর রহিম ও জনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিন দের মাঝে সম্মানি প্রদান করা হয়।