• রাজশাহী বিভাগ

    সুজানগরে ইউপি নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২১ , ৬:১৫:১০ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    আগামী ১১ নভেম্বর সাধারণ নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ভোট গ্রহণে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ও উপজেলা নির্বাচন কার্যালয়ের বাস্তবায়নে পাবনার সুজানগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বৃহস্পতি ও শুক্রবার শহীদ দুলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন জানান, এবারের নির্বাচনে ৯৩ টি ভোট কেন্দ্রের ৫০৪টি ভোট কক্ষে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে, এই উপজেলার মোট ভোটার সংখ্যা ২০৩৫৬৫ জন এর মধ্যে পূরুষ ভোটার ১০৪৫৭৬ জন এবং নারী ভোটার ৯৮৯৮৯ জন। প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহনকারী কর্মকর্তাদের অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে ভোট গ্রহণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ