• আবহাওয়া

    সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা

      প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৪ , ৭:৩৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হাসান।এ সময় আরো বক্তব্যে রাখেন, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ময়েন উদ্দিন, ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী অন্তু প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন সহ ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ