• আইন ও আদালত

    সুজানগরে অবৈধ বালু উত্তোলন, গ্রেফতার-৬

      প্রতিনিধি ২২ জুলাই ২০২২ , ৩:৪৭:২৭ প্রিন্ট সংস্করণ

    পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
    বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে বালু উত্তোলনের সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি বলগেট ও দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

    গ্রেফতার বালু উত্তোলনকারী হলোঃ
    ১. মোঃ আল-আমিন (৩৮) পিতা-মোঃ মতিউর রহমান সাং নলগুনিয়া থানা- সরনখুলা জেলা-বাগেরহাট।
    ২. মোঃ সাহেব আলী(২২) পিতা-মোঃ জালাল খা সাং জোকুড়া থানা- রাজবাড়ী জেলা-রাজবাড়ী।
    ৩. মোঃ সোহেল রানা (২০) পিতা-মোঃশামসুল বিশ্বাস সাং খলিশাখালী থানা-মোহাম্মদপুর জেলা-মাগুড়া।
    ৪. মোঃ শফিক সরদার (৩৭) পিতা-মোঃ হাচেন সরদার সাং চর নারায়নপুর থানা ও জেলা- রাজবাড়ী।
    ৫. মোঃ নয়ন খা (৩৮) পিতা-মৃত হযরত আলী সাং চর রাওগা থানা- আমতলী জেলা-বরগুনা।
    ৬. মোঃ পান্নামীর (৪২) পিতা-মৃত আরোজ আলী সাং গোপালকাঠি থানা- ও জেলা- বাগেরহাট।

    সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হান্নান জানান, উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। বৃহস্পতিবার বিকালেন ইউনিয়নে পদ্মা নদীর গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সুজানগরের থানায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মামলা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ