• Uncategorized

    সুজানগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ১২:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

    সুজানগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার নাজির গঞ্জ ইউনিয়নের রাইপুর মাছ পাড়া গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এর একান্ত ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিন। আহমেদ ফিরোজ কবির এমপি ঢাকায় অবস্থান করার কারণে এমপি মহাদয়ের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের সদস্যদের জন্য ২০ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল,১/২ কেজি তৈল,১/২ কেজি লবন,১/২ কেজি মরিচ,নগদ ২০০০ করে টাকা প্রদান করা হয়েছে।এসময় নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আয়নাল হোসেন, নাজিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মজিবর রহমান,মানিক সোহেল আলাল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ