আসন্ন দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পাবনার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৩৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়াই করবেন। এদের মধ্যে নৌকার প্রার্থী ১০ জন ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন, জাতীয় পার্টিল ১ জন এবং জাকের পার্টির একজন প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অধিকাংশই আওয়ামীলীগের নেতাকর্মী বলেও জানা গেছে।
সুজানগর উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় আওয়ামীলীগ সুত্র জানায়, ভায়না ইউনিয়নে আওয়ামীলীগের আমিন উদ্দিন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ওমর ফারুক।সাতবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগের এসএম শামসুল আলম ছাড়াও দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন।
মানিকহাট ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী শফিউল ইসলামের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্বাস আলী মল্লিক।হাটখালী ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আব্দুর রউফ ছাড়াও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ খান ও সুজানগর উপজেলা আ. লীগের সদস্য আজাহার আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করছেন।
নাজিরগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মশিউর রহমান খান ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো: আব্দুস সাত্তার ও স্বতন্ত্র হিসেবে ওয়ার্ড আ.লীগের সভাপতি টিপু আলী মুন্সি ও স্থানীয় আ.লীগ নেতা নূর মোহাম্মদ নির্বাচন করবেন।
তাঁতিবন্দ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল মতীন মৃধা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় আ.লীগ নেতা আব্দুর রজ্জাক খান নির্বঅচন করছেন।
সাগরকান্দি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী শাহিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: জাকের হোসেন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি তৈয়ব আলী শেখ নির্বাচন করনে।রানীনগর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী জিএম তৌফিকুল আলম পিযুস, জাকের পার্টিও মকবুল হোসেন শেখ, জাতীয় পার্টির আবু তালেব সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ আলী বিশ্বাস এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক টুটুল কাজী নির্বাচন করছেন।
দুলাই ইউনিয়নে আওয়ামীলীগের সিরাজুল ইসলাম শাহজাহান, জাতীয় পার্টির গোলাম মোর্শেদ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান নির্বাচন করবেন, তারা একে ওপরে সম্পর্কে চাচা ভাতিজা।
আহমেদপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী কামাল হোসেন মিয়া ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল বাছেদ শেখ, স্বতন্ত্র প্রার্থী স্থানীয় যুবলীগ নেতা মাহবুবুর রহমান হিরা নির্বাচন করছেন।এ উপজেলায় স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের মধ্যে অধিকাংশ প্রার্থীই উপজলো আওয়ামীলীগের একাধিক প্রভাবশালী নেতার চত্রছায়ায় এবং তারই ইশারায় নির্বাচনে অংশ নিয়েছেন বলেও স্থানীয়রা নিশ্চিত করেছেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.