বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক সময়ের তুখোড় ছাত্রনেতা হারুন অর রশিদ হারুন মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নিরবেই চলে গেল। বুধবার (২৪ আগষ্ট ২০২২ ইং) এই দিনে পাবনার সুজানগর উপজেলার এক সময়ের তুখোড় ছাত্রনেতা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ হারুন মোল্লা মৃত্যুবরণ করেন। এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে পৌর এলাকার বেশ কয়েকটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিবার সুত্রে জানা যায়, পৌরসভার কাচারী পাড়া জামে মসজিদ, ভবানীপুর জামে মসজিদ , উপজেলা পরিষদ চত্বরের জামে মসজিদ, সুজানগর কেন্দ্রীয় বাজার জামে মসজিদ ও চর মানিকদীর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সাবেক ছাত্রনেতা ও যুবনেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় ভাবে কোন কর্মসূচী পালিত হয়নি। মরহুম হারুন মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে ভালবেসে তার জীবনের যৌবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত দলের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে গেছেন। জীবনে একাধিক মামলার আসামি হয়েছে। দলের জন্য পরিবারের সদস্যদের ঠিক মত সময় দিতে পারেনি। কিন্তু সেই মানুষটিকে দল কতটুকু মূল্যায়ন করলেন? বলতে গেলে বিনা চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করলেন! এই দল যেমন মনে রাখেনি হারুন মোল্লা কে। তেমনি মনে রাখেনি সুজানগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মাস্টার কে, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন প্রামাণিক কে, বিএনপি নেতা নিজাম উদ্দিন শেখ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রয়াত নেতাকর্মীদের। বিগত দিনে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন, কেউ খোঁজ রাখেন না তাদের।বাস্তব বড়ই নিষ্ঠুর ও নির্মম।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.