প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ২:৪৩:২৮ প্রিন্ট সংস্করণ
সুজানগরের “মানবতার আলো” একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। পাবনার সুজানগরের কয়েকজন আত্মপ্রত্যয়ী এবং মানবতাবাদী যুবকের উদ্যোগে গঠিত হয়েছে এই সংগঠনটি। এই সংগঠনটি মানবতার টানে নিজেদের অর্থায়নে সমাজের দরিদ্র এবং দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এরই ধারাবাহিকতায় সংগঠনটি সিলেট এবং সুনামগঞ্জের বানভাসীদের পাশে গিয়ে দাঁড়ান।গত রোববার ঐ দু’টি এলাকার বন্যা দুর্গত ৪০০টি দরিদ্র এবং দুস্থ পরিবারের মাঝে চিড়া, মুড়ি, চিনি, ডাল, দুধ, সেমাই,স্যালাইন, গ্যাসলাইট, বিশুদ্ধ পানি,সাবান ও বিস্কুটসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী এবং উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কর্মী আকাশ কুন্ডু, কালিউল্লাহ, স্বদেশ কুন্ডু, জিৎ বিশ্বাস, অন্তর কুন্ডু, রিয়াদ হোসেন, রাজু আহমেদ ও জুয়েল রানা।