প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৭:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ
সুজানগর উপজেলা প্রতিনিধি:
ওহাবসুজানগর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের জন্য সর্বমোট ৪৯ কোটি ৮৭ লক্ষ ৯৪ হাজার ২ শত ৯৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে সীমিত পরিসরে শারীরিক দুরত্ব বজায় রেখে রবিবার (২৮জুন) পৌর সভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট পেশ করেন পৌর মেয়র আলহাজ¦ মোঃ আব্দুল ওহাব। নির্বাচিত মেয়র হিসাবে এটি তার ৫ম তম বাজেট এবং সুজানগর পৌরসভার ১৭ তম বাজেট।
ঘোষিত বাজেটে পৌরসভার নিজস্ব সম্ভাব্য রাজস্ব আয় দেখানো হয়েছে ৬ কোটি ৭ লাখ ৯৪ হাজার ২শত ৯৬ টাকা ও সম্ভাব্য রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার ৮শত ৯৬ টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬২ লাখ ৯৬ ৪ শত টাকা ।