শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক পাবনা জেলার সুজানগর উপজেলাধীন ঐতিহ্যবাহী খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক জনাব মোঃ মতিনুজ্জামান কে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করায় খলিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে ২৩/০৮/২০২২ইং তারিখে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি খাঁন মোঃ গোলাম রসুল বকুল।
বিশেষ অতিথি বীর মুক্তিযুদ্ধা মোঃ আবদুল জব্বার ও বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি সাহেব সহ এলাকার জনপ্রতিনিধি ও সুধী সমাজ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক অত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যে, এই অর্জন আমার না। এটা বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের উৎসাহিত করে অভিপ্রায় প্রকাশ করেন। "সফলতা কর্মদক্ষতার মাধ্যমে অর্জিত হয়, হতাশা থেকে নয়"। মোঃ মতিনুজ্জামান প্রধান শিক্ষক খলিলপুর উচ্চ বিদ্যালয় ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখা।
অবদানঃ
১, বিদ্যালয়ের ফলাফল ও সুশৃংখল পরিবেশে রাখার জন্য সর্বদাই পূর্ণাঙ্গ চেষ্টা করেন।
২. সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বরাবরই অবদান রাখেন।
৩.ধুমপান ও মাদক দমনেও অত্র বিদ্যালয়কে সুরক্ষিত রাখেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.