প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ৫:০৪:০২ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ সুখ সুখ সুখিয়া
কবি-শিহাব আহম্মেদ
বন্ধু এইযে বাহিরে হু হু ঝড় বহিতে দেখিছ-
তার চেয়ে বেশি কী তোমার বুকের মধ্যে বহেনা?
নিজের স্বপ্ন আর সুখটুকু মরে যাবার পর-
পৃথিবীর সবাইকে সুখী দেখাই তোমার কামনা।
সুখ সুখ সুখিয়া করে সবাই সুখের খোঁজ করে
সুখের তলা যে বন্ধু কোথায় কেউ খুঁজে না পায়!
তবুও নিজের সুখের জন্য কেউ অন্যকে ঠকায়
আসলে অন্যের সুখেই নিজেকে সুখী মনে হয়।
মিথ্যে পৃথিবী আর মিথ্যে ভূবনের সব রং তামাসা
মানুষ মানুষকে ভালোবাসাই যেনো সব স্বপ্ন আশা
হায়রে সুখ বলে আসলে কী আছে জগৎ মাঝে?
যখন মৃত্যুর স্বাদের মাঝে কবর হবে শেষ ঠিকানা।