• সারাদেশ

    “সুখ-শান্তি” কলমে: কাওছার হাবিব

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ১০:৪৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    সুখ-শান্তি
    কলমে: কাওছার হাবিব

    সুখ-শান্তি তুমি কোথায় আছ,
    সবায় যে খুঁজছে,
    তোমায় পাগলের মত।
    দৈহিক সৌন্দর্য পোশাক-আশাক,
    ভোগ-বিলাসিতা আনন্দ-উল্লাসে,
    এই ভুবনে,সবাইকে,
    সুখী দেখিতে পাই,
    কিন্তুু,কারুর মাঝে,
    সুখ-শান্তি যে আর খুঁজে না পাই।
    উন্নত মন ভুলানো,
    চাকচিক্কের এই ভুবনকে,
    সুখ-শান্তিতে ভরপুর,
    এক স্থান দেখিতে পাই,
    আসলে,কি যে বলি ভাই,
    কোথাও,যে,
    সুখ-শান্তি আর খুঁজে না পাই।
    সুখ-শান্তি তুমি কোথায় আছ,
    সবায় যে খুঁজছে,
    তোমায় পাগলের মত।
    সুখ-শান্তির মালিক,
    মহান সৃষ্টিকর্তা যিনি,
    এই ভুবনে সুখ-শান্তি,
    রাখেননি তিনি।
    রাতে কি,
    তুমি সূর্যের তাপ খুঁজে পাও ?
    দিনে কি,
    তুমি চন্দ্রের আলো খুঁজে পাও ?
    যেখানে যাহা না রবে,
    সেখানে কি করে,
    তাহা তুমি খুঁজে পাবে।
    যদি,সুখ-শান্তি পেতে চাও,
    সকল লোভ-লালসা ছেড়ে দাও,
    এই ভুবনে,সুখ-শান্তি,
    আর খুঁজে না বেড়াও।
    সুখ-শান্তির মালিক,
    মহান সৃষ্টিকর্তা যিনি,
    জান্নাতে সুখ-শান্তি রেখেছেন বলে,
    এই ঘোষণা দিয়েছেন তিনি।
    যদি চিরস্থায়ী,
    সুখ-শান্তি পেতে চাও,
    চিরস্থায়ী সুখ-শান্তির মালিক,
    মহান সৃষ্টিকর্তার নির্দেশনা মেনে,
    জান্নাতে চলে যাও।
    সুখ-শান্তির স্থান,
    জান্নাতে যাবে যখন,
    চিরস্থায়ী সুখ-শান্তি,
    পেয়ে যাবে তখন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ