প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ১:৫৬:২৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি।
শুক্রবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪ ঘটিকার সময় নগরীর শাহী ঈদগাহ জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এ অনুষ্টান সম্পন্ন হয়।
অসিত বরণ দাস গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে দলগত আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষর সিলেট। বিমল করের নির্দেশনায় জয়া রাণী কর জুঁই এর সঞ্চালনে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে পিউ, হিমেল, গুলজার, মনিষা, ঐশিকা, আব্দুল্লাহ, পূর্ণতা, প্রভা ও স্বপ্ন কর।
বিভিন্ন কবির কবিতার মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’, পূর্ণেন্দু পত্রীর আজ্ঞে হেঁ’, আখতার হোসেনের ‘হাপ্পুস হুপ্পুস’ মাহমুদুল হাসান নিজামীর ‘এলো বসন্ত’, শাহাদাত বখত শাহেদের’ বুড়ো বয়সের ছড়া’, দীপঙ্কর চক্রবর্তীর ‘ বেড়াল পালায়’। সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের দলগত পারফরম্যান্স উপস্থাপন করে।