প্রতিনিধি ১৮ মার্চ ২০২১ , ৩:২৪:৩৭ প্রিন্ট সংস্করণ
সিলেটের বিশ্বনাথে লতিফিয়া ইমাম সোসাইটি ১নং লামাকাজী ইউনিয়ন শাখা কর্তৃক ‘পবিত্র শব-ই বরাত শীর্ষক’ আলোচনা ও নামাজের চিরস্হায়ী ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্টান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৮ মার্চ সকাল ১১টিকার সময় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা’র কনফারেন্স হল রুমে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান।
লতিফিয়া ইমাম সোসাইটি ১নং লামাকাজী ইউনিয়ন’র সভাপতি মাওলানা জামাল উদ্দিন এবং সহ সভাপতি হাফিজ ক্বারী আমিনুল ইসলাম’র যৌথ সভাপতিত্বে অত্র সোসাইটি লামাকাজী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ক্বারী বাহা উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা রাজিকুল ইসলাম’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ, লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা ইমদাদুল হক।
আরো বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন জহির, লতিফিয়া ইমাম সোসাইটি বিশ্বনাথ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জলিল, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, ৪ নং ওয়ার্ডের মেম্বার ফয়ছল আহমদ, আল ইসলাহ’র লামাকাজী ইউনিয়ন সভাপতি মাওলানা হরমুজ আলী, বিশিষ্ট সমাজসেবক এম এ গয়াছ মিয়া।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজাপুর জামে মসজিদের ইমাম জাহেদ আহমদ, স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দিন।সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী মৌলভী ক্বারী মাওলানা মো: মিছবাহ উদ্দিন বাহারী’র পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে উপস্হিত অতিথিরা নামাজের চিরস্হায়ী ক্যালেন্ডার উন্মোচন করেন।
এসময় উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মাস্টার আফতাব উদ্দিন, সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান, হাফিজ মাওলানা ছয়ফুল আলম, উপজেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য আফরোজ বক্স খোকন, ইউনিয়ন আ’লীগের সদস্য জসিম উদ্দিন, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, প্রবাস বাংলা টিভির সিলেট প্রতিনিধি কবির আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মো: আকমল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান নুমান, মাদরসার হোসাইনিয়া ছাত্র সংসদের জিএস মো: আলমগীর মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা এম মিজানুর রহমানসহ এলাকার প্রত্যেক মসজিদের ইমাম ও খতিবগণ।