প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৭:৫৮:০৯ প্রিন্ট সংস্করণ
সিলেট নগরীর আখালিয়া এলাকাতে ২ গরু চোর আটক সিলেট নগরীর আখালিয়া এলাকা থেকে ২ জন গরু চোরকে আটক করেছেএয়ারপোর্ট থানা পুলিশ।
আটককৃত দুজন হলো, সুনামগঞ্জ সদর থানার হাসন নগর আলীপাড়া গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে বর্তমান ঠিকানা সিলেট নগরীর মীরবক্সটুলার খলিল মিয়ার আজাদি-১৩ নম্বর বাড়ীর ভাড়াটিয়া ইমরান আহমদ(৪৬), অপরজন দোয়ারাবাজার থানার কলাউরা গ্রামের আলী আহমদের ছেলে বর্তমান ঠিকানা ফাজিল চিশতের রাসেল মিয়ার ১৮/১৩ নম্বর বাড়ীর ভাড়াটিয়া মো: ইসমাইল আহমদ(২৫)।
বৃহস্পতিবার ১৪ জানুয়ারী বিষয়টি অবহিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
তিনি জানান, জালালাবাদ থানাধীন আখালিয়া সোনালী আবাসিক এলাকা হইতে আটক চোররা সিএনজি গাড়ী যোগে ১টি ষাড় বাছুর চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। এ বিষয় নিশ্চিত করেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খাঁন।