প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ৩:৩৪:১৩ প্রিন্ট সংস্করণ
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার ৩ রা মার্চ মধ্যরাতে দক্ষিণ সুমার ভার্থখলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলার শ্টেশন রোড তৌকির সু স্টোরে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে গোপনে এমন সংবাদ পেয়ে বুধবার মধ্যরাতে অভিযান চালায়।অভিযানকালে এই স্থান থেকে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মৃত সুফিয়ান মিয়ার পুত্র ফয়সল আহমদ (৩৭), ভার্থখলা এলাকার মনির উদ্দিনের পুত্র তৌকির আহমদ (২৮)কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এস.আই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম। সঙ্গে ছিলেন এএসআই মো. আমিনুর রহমান, এএসআই মো. বোরহান উদ্দিন, এএসআই সঞ্জয় চন্দ্র দে, এএসআই পিপলু সেন, কনস্টেবল মোছাব্বির ও মো শরিফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩ ।