সিলেটের ওসমানীনগরে ৭৭ হাজার ভারতীয় বিড়িসহ ২ জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।
মঙ্গলবার ২রা মার্চ সন্ধ্যায় স্হানীয় উপজেলার গোয়ালাবাজারে অভিযান পরিচালনা করে বিড়িসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র আয়াছ আলী ও নবীগঞ্জ উপজেলার ঢারার পাড় গ্রামের মৃত কালাম উদ্দিনের পুত্র মজনু মিয়া।
আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট- শেরপুর মিনিবাস থেকে গোয়ালাবাজারে বিড়ি নামানো হচ্ছে এমন খবরে থানা পুলিশ বাস স্টেন্ডে অবস্থান নেয়। তখন বাস থেকে ৪ চার জন ব্যক্তি দুটি বস্তা করে বিড়ি নামানোর সময় পুলিশ অভিযান পরিচালনা করলে ২জন অজ্ঞাত বিড়ি বহনকারী পালিয়ে যায় এবং দুইজনকে পুলিশ আটক করে।
পরবর্তীতে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.