• সিলেট বিভাগ

    সিলেটে ৯ টি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা:

      প্রতিনিধি ৩ মার্চ ২০২১ , ৪:০১:৩৫ প্রিন্ট সংস্করণ

    সিলেটে আবার ও নিম্নমানের খাদ্য সামগ্রী প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ফিজা ও স্বাদকে জরিমানা করা হয়েছে। এছাড়া আরও ৭টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

    মঙ্গলবার ২ রা মার্চ নগরীসহ সিলেট নগরী ও জৈন্তাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরী ও জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিজা এন্ড কোং-কে ১০ হাজার টাকা, স্বাদ-কে ১০ হাজার টাকা, প্রিন্স রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ১০ হাজার টাকা, সুমেল স্টোরকে ২ হাজার টাকা, মীম ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা, শাহ কবির ফার্মেসিকে ৫ হাজার টাকা, আজমির রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, নিখাদ স্টোরকে ৫ হাজার টাকা ও মুসলিম সুইটসকে ৩০ হাজার টাকা মোট ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ