সিলেটে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পালন সিলেটে সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালীতে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করা হয়েছে।
রবিববার ১০জানুয়ারি সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি মিরাবাজার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বন্দরবাজারে সমাবেশে গিয়ে মিলিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিফতাহুল কবির মিফতার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম-আহবায়ক মওদুদুল হক মওদুদ।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন শাহিদুল ইসলাম কাদির, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, জয়নাল আবেদিন, আমির ইসলাম শামীম, আজিজুল হোসেন আজিজ, খালেদুর রশিদ ঝলক, তছির আলী, আব্দুল হান্নান, অর্পন ঘোষ, ছিদ্দেক আলী, দিলাল আহমদ, আক্তার আলী, দেওয়ান নিজাম খাঁন, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, আব্দুল আহাদ পারভেজ, মাসুক গাজী, লাহিন চৌধুরী, ইফতেখার আহমদ সোহেল, আওয়াল মিয়া, জাহাঙ্গীর আহমদ, মখলিছ মিয়া, সুমন আহমদ, এইচ এ লিমন, মুমিনুর রহমান জনি, লায়েক আহমদসহ প্রমুখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.