প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৪:৩৬:১১ প্রিন্ট সংস্করণ
সিলেটে মোটর সাইকেল ছিনতাই চক্রের ৩ জন আটক সিলেটে মোটর সাইকেল ছিনতাই চক্রের ৩ জনকে আটক করেছে RAB-9 এর বিশেষ টিম।সিলেট নগরীর আখালিয়াস্থ নেহারীপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মো: দুলাল মিয়া (৩৪), একি জেলার ওসমানীনগর উপজেলার মনতৈল গ্রামের মো: ময়না মিয়ার ছেলে মো: কয়েছ মিয়া (৩০) এবং মৌলভীবাজার সদর উপজেলার বাবনকান্দি গ্রামের মো: সাদ উল্লাহর ছেলে মো: সোহেল আহম্মেদ (৩৫)।রবিবার ১০ জানুয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন RAB-9 এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
RAB বরাত দিয়ে জানা যায় : সিলেট নগরীর কতোয়ালী থানার আখালিয়া নেহারীপাড়া এলাকা থেকে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় আন্ত:জেলা মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে RAB-9 এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, জব্দকৃত মোটর সাইকেলসহ গ্রেফতারকৃত আসামিদেরকে এসএমপির কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।