• Uncategorized

    সিলেটে গোয়াইনঘাট ২নং পশ্চিম জাফলং ইউ/পি’র রাস্তার অবস্থা বেহাল দেখার কেউ নেই!

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৫:৫৮:১৯ প্রিন্ট সংস্করণ

    মোঃরায়হান হোসাইন (মান্না)-সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের অন্যতম দুটি বাজার হচ্ছে মাতুরতল বাজার ও মনরতল বাজার। এই দুই বাজার যাতায়াতকারী সবকয়টি রাস্তার খুবই জরাজীর্ণ অবস্হা । এখানে কাচাঁ রাস্তা সেই সাথে বৃষ্টি পানিতে কাদাুযুক্ত হয়ে মানুষ চলাচলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়।

    অটোরিক্সা,সিএনজি,মোটরসাইকেল বিভিন্ন মালবাহী যানবাহনেট চলাচল ও এই রাস্তা দিয়ে করতে হয়। তাছাড়া আহারকান্দি, হাদারপার চলাচলে রাস্তাগুলো গর্ত ও কাদায় ভরপুর। তাই ভুক্তভোগী সাধারন জনগনের একটাই দাবী খুব শীঘ্রই যেন এই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করা হয়।

    গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদ ও স্থানীয় ইউ/পি সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব স্যারে দৃষ্টি আকর্ষণ করে বিনীত ভাবে অনুরোধ করে ভুক্তভোগী সাধারণ জনগণ দাবি জানান খুব শীঘ্রই যেন এই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ